[১] সৌদিতে শ্রমিকদের পেশাদারী লাইসেন্স করতে হবে
![[১] সৌদিতে শ্রমিকদের পেশাদারী লাইসেন্স করতে হবে 4 আরবে শ্রমিকদের পেশাদারী লাইসেন্স করতে হবে](https://i0.wp.com/www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/08/সৌদি-আরবে-শ্রমিকদের-পেশাদারী-লাইসেন্স-করতে-হবে.jpg?resize=581%2C345&ssl=1)
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরব চলতি বছর থেকে শুরু করছে গৃহকর্মীদের মান উন্নয়নের নতুন দিগন্ত। সৌদি আরবে শ্রমের মান উন্নত করতে শ্রমিকদের পেশাদারী লাইসেন্স করতে হবে।
[৩] আরব নিউজের প্রতিবেদন সূত্রে, সিটি অপারেটরদের নিয়ন্ত্রণের জন্য পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন মন্ত্রণালয় ২০২২ সালের থেকে ১৬টি পেশার জন্য পেশাদারী লাইসেন্স প্রদানের প্রথম ধাপ শুরু করবে।
[৪] ওকাজ পেপার রিপোর্টের বরাত দিয়ে উপমন্ত্রী আহমেদ কাত্তানের উদ্ধৃতিতে তা প্রকাশ পায়।
[৪] পর্যায়ক্রমে যেসব প্রধান পেশার জন্য মন্ত্রণালয় বাধ্যতামূলক পেশাগত লাইসেন্স চালু করতে চাইছে তার মধ্যে রয়েছে টেকনিশিয়ান, নির্মাণ শ্রমিক, মেকানিক শ্রমিক এবং সৌন্দর্যবর্ধন কর্মী।
[৫] মন্ত্রণালয় দুই মাসের মধ্যে শ্রমিকদের জন্য প্রথম পেশাগত সার্টিফিকেট প্রদান শুরু করবে। যা ১৬২টি পেশার সঙ্গে আরও ১৬ টি পেশা সংযুক্ত করা হবে। সম্পাদনা: হ্যাপি