ঢাবি করেসপন্ডেন্ট
ঢাবি: আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রায় তিনবছর পর অনুষ্ঠিত হতে যাওয়া হলগুলোর বার্ষিক সম্মেলন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর, ২০২১ (রোববার) অনুষ্ঠিত হবে।’
সম্মেলন সফল করতে প্রতিটি হলের কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই শীর্ষ নেতা।
সারাবাংলা/আরআইআর/এমও