Advertise here
বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

Avatar: কী করে বানাবেন নিজের অ্যানিমেটেড অবতার! সবাই শেয়ার করছে! জেনে নিন সহজেই

প্রতিবেদক
bdnewstimes
ডিসেম্বর ১৫, ২০২২ ৭:২৫ পূর্বাহ্ণ


#নয়া দিল্লি:  সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। WhatsApp সম্প্রতি তাদের বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড ডিপি অবতার ফিচার চালু করেছে। এই ফিচার এখন আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা তাদের নিজস্ব অ্যানিমেটেড ডিপি (ডিসপ্লে পিকচার) তৈরি করতে পারবেন। এর জন্য WhatsApp মেসেজিং অ্যাপের ইউজাররা বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল, ফেস ফিচার এবং পোশাকের কালেকন পাবেন। WhatsApp-এর এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাঁদের অ্যানিমেটেড অবতার তৈরি করে তা প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারবেন, আবার অন্যের সঙ্গে শেয়ারও করতে পারবেন। অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই চালু করা হয়েছে এই ফিচার। এবার WhatsApp-ও চালু করে দিয়েছে বহু প্রতীক্ষিত সেই ফিচার।

এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই ফিচারটি প্রথম ফেসবুক মেসেঞ্জারের জন্য চালু করা হয়েছিল। পরবর্তীতে ইনস্টাগ্রামে ডিজিটাল অবতার তৈরির অপশন দেওয়া হয়েছে। এখন অবশেষে এটি WhatsApp-এর জন্য চালু করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এ অবতার তৈরি করার উপায় –

এইভাবে WhatsApp-এ নিজের অবতার তৈরি করা যাবে –

– সবার প্রথমে WhatsApp খুলতে হবে। এরপর সেটিংস অপশনে যেতে হবে। এরপর প্রোফাইলের নিচে থাকা অবতার অপশনে ক্লিক করতে হবে।

– এরপর অবতার তৈরির পেজ খুলে যাবে। এখান থেকে ইউজারদের নিজের পছন্দ মতো কালার টোন, হেয়ারস্টাইল, চুলের রঙ, পোশাক, শরীরের ধরন, চোখের আকৃতি এবং চোখের রঙ নির্বাচন করতে হবে।

– এরপর ইউজারদের চোখের আকৃতি নির্বাচন করতে হবে। এখানেই কপালে টিপ লাগানোর অপশন এবং নাকের আকার নির্বাচন করার অপশনের সঙ্গে অন্যান্য অপশন পাওয়া যাবে।

– এরপর ইউজারদের নিজের মুখের আকৃতি, এর রঙ, মুখের রেখা প্রভৃতি নির্বাচন করতে হবে।

– এরপর ইউজারদের কানের দুল নির্বাচন করতে হবে এবং অবশেষে সেভ বোতামে ক্লিক করতে হবে। এরপর WhatsApp স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত অবতার সহ একটি স্টিকার তৈরি করবে।

ইউজারদের যদি সেই অবতার পছন্দ না হয়, তাহলে আবার একটি নতুন অবতার তৈরি করতে পারবেন তাঁরা। এই ক্ষেত্রে ইউজারদের আগের তৈরি করা অ্যানিমেটেড অবতার মুছে ফেলতে হবে এবং আবার নতুন করে অবতার তৈরি করতে হবে।

Published by:Piya Banerjee

First published:

Tags: Whatsapp, WhatsApp Avatar



Source link

সর্বশেষ - বিনোদন

Advertise here