*বিয়ের পরপর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান৷ সন্তান জন্মের পর স্ত্রীকে হাসপাতাল থেকে ফেরানোর টাকা ছিল না আমজাদ খানের৷ স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে পালিয়ে বেরিয়েছিলেন অভিনেতা৷ কারণ চূড়ান্ত অর্থ সমস্যা৷ কীভাবে তাদের বাড়ি আনবেন, কোথা থেকে পাবেন টাকা, বুঝতে পারছিলেন না তিনি৷