
ভারতের বাজারে দারুন চাহিদা হিরো এইচএফ ডিলাক্স-এর। এই মোটরসাইকেল অনেকটাই সস্তা। তার উপর মাইলেজ দেবে ভাল। দাম ৪০ হাজার টাকার মতো (এক্স শোরুম)।
৯৯.৭ সিসি-র মোটরসাইকেল টিভিএস স্পোর্টস। দাম ৪০ হাজার টাকার কাছাকাছি (এক্স শোরুম)। সস্তায় শকপূরণ হতে পারে।
বাজাজ সিটি ১০০। মাইলেজ কিং বলা হয় এই মোটরসাইকেলকে। দাম ৪০ হাজার টাকার কাছাকাছি (এক্স শোরুম)।
বাজাজ প্লাটিনা। ১০২ সিসি ইঞ্জিন এই মোটরসাইকেলে। ভাল মাইলেজ পাবেন। দাম ৫০ হাজার টাকার কাছাকাছি (এক্স শোরুম)।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike news, Motorcycle