Last Updated:
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে দেশের বিভিন্ন সিনেমা হলগুলি যৌথ উদ্যোগে এই বিশেষ অফার দিয়ে থাকে। এদিন মাত্র ৯৯ টাকার বিনিময়ে পছন্দের শো প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ থাকে দর্শকদের কাছে।
শিলিগুড়ি: সিনেমা প্রেমীদের জন্য সুখবর। দেশজুড়ে নির্দিষ্ট সিনেমাহলগুলিতে টিকিটের দাম করা হবে, মাত্র ৯৯ টাকা। আগামী ২৯ শে নভেম্বর ‘সিনেমা লাভার্স ডে’ হিসেবে পালন করছে গোটা দেশ। শুধুমাত্র ওই একদিনই দেশের চার হাজারেরও বেশি অংশগ্রহণকারী সিনেমাহলে টিকিটের মূল্য ৯৯ টাকা ধার্য হবে। ফলে সিনেমাপ্রেমীদের কাছে দিনটা কার্যতই উৎসবের বলা যায়। অফারটি শহরের মাল্টিপ্লেক্স গুলি-সহ আরও অনেক কিছু প্রধান থিয়েটারগুলির জন্য প্রযোজ্য।
তাই সিনেমা প্রেমীদের জন্য যেকোনো সিনেমা আগামী ২৯ তারিখ মাত্র ৯৯ টাকায় উপভোগ করতে পারবেন দর্শকরা। এর আগে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিনেমা প্রেমীদের দিবসে সকলে রাজ্যগুলিতে বেশ কয়েকটি নতুন রিলিজ হওয়া সিনেমা দর্শকদের জন্য অপেক্ষা করছে। সিংহম এগেন, ভুল ভুলাইয়া ৩ , মোয়ানা ২ , যমালয়ে জীবন্ত ভানু , সবরমতি রিপোর্ট দর্শকরা মাত্র ৯৯ টাকা মূল্যে দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন: জলে ‘১০০ বার’ ধুলেও যায় না! ফুলকপি-বাঁধাকপির মধ্যে লুকিয়ে থাকে হাজার হাজার পোকা? ধোয়ার সঠিক উপায় জানুন, নিশ্চিন্তে খান
মাটিগারার একটি মাল্টিপ্লেক্সে র ম্যানেজার সায়ক পালের কথায়, ‘‘সিনেমা যারা ভালবাসে মূলত তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। তবে 3D আর রিকলাইনার বাদ দিয়ে ওই টাকায় সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা।’’
অনির্বাণ রায়
Kolkata,West Bengal
November 28, 2024, 11:59 PM IST