Last Updated:
মুম্বই: রাস্তায় বেরোলেই তরুণীকে বারংবার উত্ত্যক্ত করতেন এক যুবক আর তাতেই রেগে গিয়ে চরম পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন ওই তরুণীর পরিবার। প্রথমে ওই যুবককে মারধর করার পর তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তরুণীর পরিবারের বিরুদ্ধে।
শিউরে ওঠার মতন এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেড় জেলায়। এই ঘটনায় ইতিমধ্যেই মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Army Officer-ই হবে আপনার সন্তান!মোটা মাইনের চাকরি, বিরাট সম্মান,’এই’ স্কুলে ভর্তি করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই তরুণীকে বিরক্ত করছিলেন যুবক। তরুণীর পিছুও নিচ্ছিলেন তিনি। তাঁকে তরুণীর পরিবারের পক্ষ থেকে নিষেধও করা হয়। কিন্তু এরপরেও একই কাজ করে যাচ্ছিলেন ওই যুবক। শুক্রবার, তরুণীর এলাকায় গিয়েছিলেন অভিযুক্ত যুবক। সেই সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করেন তরুণীর পরিবার। অভিযোগ, এরপরেই মারধর করা শুরু হয় ওই যুবককে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ‘অন্য’ ম্যাচ জিতে নিল ভারত! ২২ ভারতীয়কে ফেরাতেই হল পাকিস্তানকে
প্রথমে অভিযুক্তকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এরপরেই আচমকাই যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। হামলার খবর পেয়েই যুবকের মা ঘটনাস্থলে ছুটে যান, রেহাই পাননি তিনিও। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এর কিছুক্ষণ পর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এরপরেই এই ঘটনায় তরুণীর পরিবারের ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 23, 2025 4:52 PM IST
Crime: তরুণীকে বিরক্ত করতেন যুবক, রাগের বশে তাঁকে কুপিয়ে খুন করল পরিবার, ঘটনায় গ্রেফতার ১০
Next Article
Relationship: নতুন সম্পর্ক নিয়ে রাগ! বন্ধুদের নিয়ে দু’জায়গায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে