#নয়াদিল্লি: দীপাবলি মানেই হাজার আলোর ঝলকানি। শুধু চারপাশে নয়, আলোর ঝলক থাকতে হবে ত্বকেও। তবেই উৎসবের রঙে রাঙিয়ে তোলা যাবে নিজেকে। এর জন্য চাই সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন। মেনে চলতে হবে সিটিএম রুটিন। সঙ্গে ডায়েট মেনে খাওয়াদাওয়া। তাহলেই দীপাবলির আলোর মতোই হেসে উঠবে ত্বক। এখানে স্কিনকেয়ার গাইডের হদিশ দেওয়া হল। নিয়মিত মেনে চললে অচিরেই ফল মিলবে হাতেনাতে।
ক্লিনজিং অপরিহার্য: প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। সমস্যাও আলাদা। তাই সঠিক ক্লিনজার বেছে নিতে হবে। মাথায় রাখতে হবে, দীপাবলিতে দূষণ মাত্রা ছাড়াবে। তার প্রভাব পড়বে ত্বকেও। তাই আগেভাগেই ত্বক পরিষ্কার রাখতে হবে। ক্লিনজারে ধুলো, ময়লা পরিষ্কার তো হয়ই, ত্বকের ছিদ্রও সাফ হয়ে যায়। ত্বককে তুলনামূলকভাবে তাজা এবং কোমল দেখায়। শীতে ত্বকের চাহিদা পূরণ করতে পারে এমন ক্লিনজারই বেছে নিতে হবে। একইসঙ্গে বাতাসে ঠান্ডা ভাব থাকার কারণে ত্বক যাতে অতিরিক্ত শুষ্ক না হয়ে যায় সেটাই মাথাও রাখতে হবে।
এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ: অনেকেই এক্সফোলিয়েশন পর্ব এড়িয়ে যান। কিন্তু এটা ত্বকের যত্নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে মৃত কোষ অপসারিত হয়। ফলে ত্বক হয় পরিষ্কার এবং কোমল। সপ্তাহে ২ বার এক্সফোলিয়েশনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ঝকঝকে নখ জুড়ে স্নিগ্ধ শিউলি অথবা বুনো চিতা! দীপাবলিতে নখও হোক জ্বলজ্বলে
সঠিক ময়েশ্চারাইজার বাছতে হবে: ত্বককে তৈলাক্ত না করেও উজ্জ্বল করে তুলতে চাইলে ভিটামিন সি, ভিটামিন ই এবং অন্যান্য উপাদান আছে এমন ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। এতে অল্প সময়ের মধ্যেই ত্বকের উন্নতি হবে। কোমল ত্বকের জন্য ময়েশ্চারাইজেশন অপরিহার্য। এটা ত্বকের ভেতর থেকে হাইড্রেশন এবং ময়েশ্চারাইজেশন প্রদান করতে সাহায্য করে।
গ্লোয়িং মাস্ক: সৌন্দর্য বাড়ানোর সেরা উপায় হল ফেস মাস্ক। এমন উপাদানের সন্ধান করতে হবে যা অবিলম্বে রঙ উজ্জ্বল করবে এবং ত্বকের সঙ্গে মানানসই হবে।
আরও পড়ুন: মানসিক চাপ বাড়ছে ? অনায়াসেই মানসিক উদ্বেগ দূর করতে পারে এই সহজ অভ্যাস
গ্লোয়িং সিরাম: সিরাম অত্যাবশ্যক। উৎসবের মরশুমে সিরাম হল ত্বকের পরিচর্যার সবচেয়ে অবিশ্বাস্য উপায়। আদর্শ সিরাম ত্বকের যত্নের রুটিনকে দ্রুত উন্নত করতে পারে। শুধু তাই নয়, এটা ত্বকে ভেতর থেকে আভা এনে দেয়। ত্বক-বান্ধব উপাদান দিয়ে তৈরি সিরাম বেছে নেওয়াই ভাল। না হলে অ্যালার্জি হতে পারে। দীপাবলির দিন র্যাশ, চুলকানি কারই বা ভাল লাগে। তাই সিরাম বাছার সময় সতর্ক থাকতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2022, Skin Care