প্রচণ্ড দাবদাহের পর অবশেষে বর্ষা এসেছে। সারা দেশেই শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। এই মরশুমে প্রচণ্ড গরম থেকে খানিকটা অন্তত শান্তি পাওয়া গিয়েছে বটে। তবে, বাতাসে বাড়তে থাকা আর্দ্রতার ফলে অস্বস্তি রয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই ঘরে এসি বা কুলার চালিয়ে রাখেন। ফ্যানও চলে সব সময়। অনেকে ব্যবহার করেন ডি-হিউমিডিফায়ার। কিন্তু, আর্দ্রতাজনিত অস্বস্তি পিছন ছাড়ে না স্নানাগারেও। photo source collected