#নয়াদিল্লি: বিয়েবাড়িতে চুলের নানা স্টাইল করতে বেশ লাগে। কিন্তু পরে দেখা যায় যে এর জন্য চুল শুষ্ক আর রুক্ষ হয়ে গিয়েছে। বিয়েবাড়ি শেষে চুল আবার আগের মতো করতে এই ঘরোয়া টোটকাগুলো বেছে নেওয়া যায়।
মেয়ো মাস্ক
ডিম হল এই প্যাকের প্রধান উপাদান, এটি চুলের জন্য চূড়ান্ত ফ্যাট প্রোটিন প্যাক তৈরি করে।
কীভাবে ব্যবহার করতে হবে: মেয়োর একটি পুরু স্তর স্ক্যাল্প চুলের শেষ পর্যন্ত লাগাতে হবে। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: নিজের রাশি অনুযায়ী রূপচর্চা করেছেন কখনও? জানুন কোন রাশির কী দরকার
অ্যাভোকাডো প্যাক
অ্যাভোকাডোতে প্রচুর ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাই একে চুলের সুপারফুডও বলা যেতে পারে।
কীভাবে ব্যবহার করতে হবে: একটি অ্যাভোকাডো ম্যাশ করে ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। এটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রাখতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে।
নারকেল তেল, অ্যালো ভেরা ও ভিটামিন ই প্যাক
প্রাণহীন শুষ্ক চুলের জন্য এই প্যাক আদর্শ।
আরও পড়ুন: কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেলে কী হয় জানেন?
কীভাবে ব্যবহার করতে হবে: ৩ টেবিল চামচ নারকেল তেল, ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তার মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে স্ক্যাল্প থেকে শুরু করে ডগা পর্যন্ত চুলে লাগাতে হবে। ধুয়ে ফেলার আগে আধ ঘণ্টা রেখে দিতে হবে।
মধু, অ্যাপেল সাইডার ভিনিগার ও অলিভ অয়েল প্যাক
এই প্যাক ক্ষতিগ্রস্ত চুলে লাগানো যেতে পারে। চুলে জেল্লা আনে এই প্যাক।
কীভাবে ব্যবহার করতে হবে: ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ অলিভ অয়েল এবং ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে চুলে লাগাতে হবে। শাওয়ার ক্যাপ লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে।
কলা ও আমন্ড অয়েল প্যাক
চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ও নরম ভাব ফিরিয়ে আনতে গেলে এই প্যাক দরকার।
কীভাবে ব্যবহার করতে হবে: একটি কলা এবং ১ টেবিল চামচ আমন্ড তেল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। স্ক্যাল্প থেকে শুরু করে আগা পর্যন্ত চুলে এই প্যাক লাগাতে হবে। ২০ মিনিট রেখে এই প্যাক ধুয়ে ফেলতে হবে।
ক্ষতিগ্রস্ত, অনুজ্জ্বল, প্রাণহীন চুলে এই প্যাকগুলো খুব ভালো কাজ করবে। তাই সপ্তাহে একদিন যে কোনও একটি পছন্দের হেয়ার প্যাক বেছে নেওয়া যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Care, Lifestyle, Wedding season