রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

Hair Fall: দামি দামি তেল, শ‍্যাম্পু সব ফেল! মুঠো মুঠো ঝরছে চুল? এই একটি তেলে কাজ হবে ‘ম‍্যাজিকের মতো’, কীভাবে মাখবেন জেনে নিন hair fall control tips ginger oil can reduce hair loss dandruff

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮ সময় দেখুন


আর ব্যস্ততার কারণে সেভাবে চুলের যত্ন নেওয়া হয়ে ওঠে না। আর অস্বাস্থ্যকর জীবনযাত্রাজনিত সমস্যা তো আছেই! সেই সঙ্গে এই সমস্যার জন্য অবশ্য পরিবেশগত কারণও দায়ী। যাইহোক, নানা বাজারজাত পণ্য দাবি করে যে, চুল ঝরা কমিয়ে দিতে পারে।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ঝড়ের গতিতে কমায় ওজন! ক্যানসারের সঙ্গে লড়াই করে, হার্ট ভাল রাখে, মোটেই অবহেলা করবেন না এই মশলা

তবে কারও ক্ষেত্রে তা কাজ করে, তো আবার কারও কারও ক্ষেত্রে সেটা কাজ না-ও করতে পারে। তবে এই প্রতিবেদনে রইল এমন এক বিশেষ তেলের হদিশ, যা চুল ঝরে যাওয়ার সমস্যা অনেকাংশে কমিয়ে দিতে পারে।

আর এই অসাধারণ গুণসম্পন্ন উপাদানটি হল জিঞ্জার অয়েল বা আদার তেল। এই জিঞ্জার অয়েল খুশকি এবং চুল ঝরার সমস্যা নিমেষে কমিয়ে দিতে পারে। সেই সঙ্গে এই তেল স্কাল্পের স্বাস্থ্যও বজায় রাখে। শুধু তা-ই নয়, জিঞ্জার অয়েল চুলের গোড়া মজবুত করতেও সহায়ক। তাহলে চুলে শক্তি জোগানোর জন্য কীভাবে এই জিঞ্জার অয়েল ব্যবহার করা যায়, সেটাই দেখে নেওয়া যাক।

চুলে তেল মালিশ:

সেই প্রাচীন কাল থেকে চুলের যত্নের জন্য জিঞ্জার অয়েলের ব্যবহার হয়ে আসছে। বলে রাখা ভাল যে, এটি প্রাকৃতিক তেল। সৌন্দর্য এবং স্বাস্থ্য বজায় রাখতে এর জুড়ি মেলা ভার! হালকা নরম হাতে মাথার তালু বা স্কাল্পে তেল মালিশ করতে হবে। এতে চুলের গোড়াও মজবুত হয়। আর চুলের প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও মেটানেো যায় এই কায়দায়।

আরও পড়ুন: হঠাত্‍ প্রত‍্যাবর্তন উত্তুরে হাওয়ার! নামবে পারদ, শুক্রবার থেকেই ঘুরবে আবহাওয়ার মোড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী? জেনে নিন

তেল লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে:

যাঁদের স্কাল্প শুষ্ক প্রকৃতির, তাঁদের নিয়মিত তেল মালিশ করা উচিত। আর সেই তেল লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে। এতে খুশকি এবং শুষ্ক স্কাল্পের জেরে হওয়া চুল ঝরে যাওয়ার সমস্যা নিমেষে দূর হয়ে যাবে। তবে যদি স্কাল্প শুষ্ক না হয়, তাহলে এই ধাপটা না করলেও চলবে।

চুল পরিষ্কার:

চুলে তেল দেওয়ার পর চুল ভাল করে ধুয়ে পরিষ্কার করা উচিত। এর জন্য প্রথমে টক দই চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে চুলের জেল্লা ফিরবে।

ডিপ কন্ডিশনিং:

চুলকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য ডিপ কন্ডিশনিং জরুরি। ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে চুলকে বাঁচাতে ভাল কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা অ্যাক্টিভ এক্সটার্নাল ব্যারিয়ার হিসেবে কাজ করে।

হেয়ার সিরাম:

চুলের ঘনত্ব বাড়াতে এবং চুলে যাতে জট না পড়ে, তার জন্য ভাল হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। এতে চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

এছাড়া আদা অন্য ভাবেও চুলের জন্য ব্যবহার করা যেতে পারে। কাঁচা আদার রস স্কাল্পে লাগালে চুলের বাড়বৃদ্ধি বজায় থাকবে। মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন উন্নত হয়। আর জিঞ্জার অয়েল বা আদার তেল ঘরেই বানানো যেতে পারে।

এর জন্য তেলের মধ্যে আদার রস, নারকেল তেল এবং অন্যান্য ক্যারিয়ার অয়েল ব্যবহার করা যেতে পারে। জিঞ্জার অয়েল ছাড়াও জিঞ্জার হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। ঘরে আদার রস এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে জিঞ্জার হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগানো যায়। এতে চুল সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Hair Fall: দামি দামি তেল, শ‍্যাম্পু সব ফেল! মুঠো মুঠো ঝরছে চুল? এই একটি তেলে কাজ হবে ‘ম‍্যাজিকের মতো’, কীভাবে মাখবেন জেনে নিন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর