Advertise here
শনিবার , ২৭ নভেম্বর ২০২১ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

Royal Enfield Scram 411: যে কোনও ভাঙাচোরা রাস্তায় চলবে গড়গড়িয়ে, Royal Enfield আনছে সস্তার অফ-রোডার

প্রতিবেদক
bdnewstimes
নভেম্বর ২৭, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ


#নয়াদিল্লি: Royal Enfield খুব শীঘ্রই ভারতে বেশ কয়েকটি নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। তবে তার মধ্যে একটিও এই বছর লঞ্চ করা হবে না। কোম্পানির আসন্ন বাইক, যেটি অনেক দিন ধরেই খবরে রয়েছে, সেটি হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো দেখতে একটি সংস্করণ। হিন্দুস্তান টাইমস অটো-র একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মোটরসাইকেল ভারতীয় বাজারে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। নতুন মোটরসাইকেলটির নাম হবে Scram 411। তবে এই মডেলের ব্যাপারে বেশি তথ্য এখনও পাওয়া যায়নি।

রয়্যাল এনফিল্ড হিমালয়ানের মতো দেখতে Scram 411-

Royal Enfield ২০২২ সালে Scram 411 মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। বাইকটির স্টাইলিং এবং ডিজাইনের ব্যাপারে ইতিমধ্যেই ইন্টারনেটে অনেক কিছুই প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে এই মডেল বর্তমান রয়্যাল এনফিল্ড হিমালয়ানের মতোই হবে। যদিও হিমালয়ান একটি সম্পূর্ণ অফ-রোড মোটরসাইকেল। Scram 411 অফ-রোডিংয়ের পাশাপাশি সিটি রাইড-এর জন্যও একইভাবে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন- ফোন চুরি হয়ে গিয়েছে? জেনে নিন কীভাবে ব্লক করবেন Paytm অ্যাকাউন্ট

দাম রাখা হবে বেশ আকর্ষণীয়-

নতুন Scrum 411 রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে সস্তা হবে। হিমালয়ানের সামনের অংশে একটি দীর্ঘ উইন্ডস্ক্রিন থাকে। এছাড়া স্প্লিট সিট, লাগেজ রাখার জায়গা, সামনে বড় চাকা থাকে। অ্যাডভেঞ্চার বাইক হিসাবে ভারতের বাজারে হিমালয়ানের বেশ নামডাক রয়েছে। এদিকে Scram 411-এ তুলনামূলক ছোট চাকা, সিঙ্গেল পিস সিট, ছোট সাসপেনশন ট্র্যাভেল এবং পিছনে একটি গ্র্যাব রেল দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- ৬০ হাজার টাকায় স্কুটার! ভারতের বাজারে একাই রাজত্ব করতে আসছে Oppo

নতুন এই মডেলে LS410,সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC ইঞ্জিন থাকবে। 411 cc-র এই মডেলের দাম হবে হিমালয়ানের থেকে অনেকটাই কম। এই বাইকের দাম রাখা হতে পারে ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ চার হাজার টাকার মধ্যে। অর্থাত্ নতুন এই মডেলের দাম রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে অনেকটাই কম হতে পারে। ফলে এবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে অফ রোডার। যা নিয়ে আপনি পাহাড়, জঙ্গল চষে ফেলতে পারবেন অনায়াসে।



Source link

সর্বশেষ - বিনোদন

Advertise here