04
মুম্বই পুলিশের দাবি, হামলার রাতে ছোট ছেলে জেহ-র কান্না শুনে বেরিয়ে এসেছিলেন সইফ। আর তিনি দেখেছিলেন যে, জেহ-র স্টাফ নার্স ইলিয়াম ফিলিপের উপর চড়াও হয়েছিল আততায়ী। এই দৃশ্য দেখেই ঝাঁপিয়ে পড়েছিলেন সইফ। ঘটনার বিবরণ দিয়ে সইফ আলি খান বলেন যে, “গত ১৬ জানুয়ারি রাত ২টো ৩০ মিনিট থেকে রাত ২টো ৪০ মিনিটের মধ্যে বাড়িতে গোলমালের আওয়াজ শুনতে পান।” সইফের দাবি, তিনি সেই সময় স্ত্রী করিনার সঙ্গে ১২-তলায় নিজের ঘরে ছিলেন।