বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

Samsung-এর সব থেকে জনপ্রিয় ফোনে সাড়ে চার হাজার টাকা ছাড়! দারুন সুযোগ

প্রতিবেদক
bdnewstimes
মার্চ ২৩, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ


কলকাতা: যদি কেউ এসময় একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Samsung Galaxy M04-এর কথা ভাবা যেতে পারে। কারণ Amazon এই Samsung ফোনে দিচ্ছে বড় ছাড়।

তবে শুধু এই ফোনটিই নয়। Amazon-এ নতুন বিশেষ অফারে Samsung, Realme, OnePlus-এর মতো সংস্থার স্মার্টফোনে বড় ছাড় দিচ্ছে। ফলে যাঁরা এই সময় ভাল ফোন কিনতে চাইছেন তাঁরা Amazon থেকে ফোন কিনলে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন।

আরও পড়ুন- মধ্যবিত্তের পকেটে আবার বাড়তি চাপ! মোবাইল রিচার্জ-এর দাম বাড়াল Jio

আসলে, এই বিশেষ ছাড়ের সুযোগে Samsung Galaxy M04 বেশ কম দামে কিনে নেওয়া যেতে পারে। Amazon-এর বিশেষ ছাড়ে এই ফোনটি ১১,৯৯৯ টাকার পরিবর্তে কিনে নেওয়া যেকে পারে মাত্র ৭,৪৯৯ টাকায়। অর্থাৎ এতে ৪,৫০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে।

সেই সঙ্গে পাওয়া যেতে পারে এক্সচেঞ্জ অফার। যার আওতায় ৭,১০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর RAM, ৮জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

Samsung Galaxy M04-এ রয়েছে একটি ৬.৫-ইঞ্চি HD+ ডিসপ্লে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz। এন্ট্রি-লেভেল এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও পি ৩৫ প্রসেসর, যা IMG PowerVR GE8320 GPU, ৪জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের RAM ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Samsung Galaxy M04 ফোনের পিছনে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। যাতে একটি ১৩মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একই সঙ্গে সেলফি ও ভিডিও চ্যাটিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung-এর এই ফোনে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কানেক্টিভিটির জন্য ফোনে ৪জি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন- কষ্টের টাকায় ফোন অর্ডার করেছিলেন অনলাইনে, যা জিনিস ডেলিভারি হল, চোখ কপালে উঠবে

এই ফোনটি Android 12 আউট-অফ-দ্য-বক্স অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে রয়েছে ১৫W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫০০০mAh ব্যাটারি।

Published by:Suman Majumder

First published:

Tags: SamSung, Smartphone



Source link

সর্বশেষ - খেলাধুলা