সবার আগে সৌরঝড় (Solar Storm) কী, তা একটু ব্যাখ্যা করা প্রয়োজন, নাহলে তার তাৎপর্য কতটা এবং তা কী ভাবে পৃথিবীর বুকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে চলেছে, তা বোঝা যাবে না। সৌরঝড়(Solar Storm) বস্তুত সূর্যের বুকে তৈরি হওয়া এক ধরনের বিস্ফোরণ। সূর্যের গায়ে চাঁদের মতোই যে দাগ থাকে, যাকে ইংরেজিতে বলা হয় সানস্পট, তা আদতে নানা আকারের গর্ত ছাড়া আর কিছুই নয়।