Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: নামখানায় শুরু হল ক্ষতিপূরণের টাকা পাওয়ার প্রক্রিয়া। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর ব্রিজ তৈরির যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাই এই টাকা পাচ্ছেন। যার ফলে খুশি ব্যবসায়ীরা। এই ব্রিজ তৈরি হওয়ার সময় কিছু ব্যবসায়ীর জমি নেওয়া হয়। এলাকার উন্নয়নের কথা ভেবে তারা জমিও ছাড়েন। তখন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল।
সেই টাকা দীর্ঘদিন পর কিছু ব্যবসায়ীর অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এর জন্য নামখানা ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে আদালতের দ্বারস্থ হন মনোজিত মাইতি নামের জনৈক ব্যক্তি। এই ঘটনার পর বর্তমানে সমস্ত কিছু সমাধান হয়েছে। দীর্ঘদিন পর ক্ষতিপূরণের টাকা ঢুকছে ব্যবসায়ীদের অ্যাকাউন্টে। আর যার ফলে খুশি সকলেই।
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছুটতে হবে না, বাড়িতে এইভাবে বানিয়ে নিন মেক্সিকান খাবার নাচোস
আরও পড়ুন: চারিদিকে গন্ধে ম’ ম’ করছে, পরে রয়েছে খেজুর কাঠ, অপেক্ষায় দিন গুনছেন শিউলিরা
এ নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পল্লব কান্তি মন্ডল জানিয়েছেন, ক্ষতিপূরণের টাকা পাওয়ার খবর শুনে খুশির জোয়ার বইছে এলাকায়। ব্রিজ তৈরির সময় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। উন্নয়নের কথা ভেবে সকলেই জমি ছেড়েছিলেন। এখন তার ক্ষতিপূরণ মিলছে। ব্যবসায়ীরা সেজন্য আনন্দিত। এই প্রক্রিয়ার জন্য আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ব্যবসায়ীদের। তার ফল এখন মিলছে।
নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 09, 2024, 3:54 PM IST