*কিন্তু এই গরমে শরীরের জন্য কোনটা ভালো? গ্রিন টি না কি ব্ল্যাক টি?অনেকের মনেই এমন প্রশ্ন ওঠে। কিন্তু মজার বিষয় হল, এক প্রজাতির চা পাতা থেকেই এই দু’ধরনের চা তৈরি হয়। তার নাম ‘ক্যামেলিয়া সিনেনসিস’। এবং আরও আশ্চর্যের বিষয় হল, এই দুধরনের চা-তেই প্রায় একই ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তবে বেশ কিছু পার্থক্যও রয়েছে। সংগৃহীত ছবি।