সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে Whatsapp-এর যে কোনও মেসেজে রিঅ্য়াকশন দেওয়া যাবে। অর্থাৎ নিজের পাঠানো কোনও মেসেজে অথবা অন্য় কেউ মেসেজ পাঠালে সেই মেসেজে ইমোজি রিঅ্য়াকশন দেওয়া সম্ভব। ফেসবুক মেসেঞ্জার ছাড়াও Apple iMessage, Twitter-এও এই সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে।