Xiaomi-এর তরফে জানানো হয়েছে যে, এই ট্যাবলেটটি ২১ জুন থেকে ভারতে Amazon ও Xiaomi-এর অফিসিয়াল সাইট এবং অন্যান্য খুচরো স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। Xiaomi Pad 6 এর কি-বোর্ড, কভার এবং স্মার্ট পেনের (২nd Gen) দাম যথাক্রমে ৪৯৯৯ টাকা, ১৪৯৯ টাকা এবং ৫৯৯৯ টাকা রাখা হয়েছে। ২১ জুন থেকে তাদেরও বিক্রি শুরু হবে।