অস্ট্রেলিয়ায় একটি বাড়িতে আগুন লেগে পাঁচ ছেলেসহ পিতা নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির কুইন্সল্যান্ড রাজ্যে এই আগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স।
পুলিশ সুপারিনটেনডেন্ট ম্যাট কেলি বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতে ব্যক্তির স্ত্রী ও ছেলেদের মা জীবিত বের হতে পেরেছেন। রাজ্যটির রাসেল দ্বীপের ব্রিসবেনের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি ছোট সম্প্রদায় বসবাস করে।
সাংবাদিকদের কেলি বলেন, ‘এই মুহূর্তে তিনি (নারী) মানসিকভাবে ভেঙে পড়েছেন। পুরো পরিবারকে হারিয়েছেন তিনি। এটা সত্যিই দুঃখজনক। এই অল্পবয়সী ছেলেরা ভবিষ্যতে বড় হয়ে উঠত, এবং একজন ব্যক্তি তার জীবন হারিয়েছেন।’
কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ জানিয়েছে, আগুনের কারণে বাড়িটি ধসে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণে আশেপাশের কিছু বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের অন্তত ২০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।
অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং ঘটনাটি সন্দেহজনক মনে হয়নি বলে জানিয়েছে পুলিশ।