আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতারা ফোনে এক ঘণ্টার বেশি আলোচনা করেছেন। শুক্রবার (২১ অক্টোবর) রুশ ক্রেমলিন এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সরাসরি ফোনে কথা বলেছেন। তারা ইউক্রেন ইস্যুতে প্রায় এক ঘণ্টা আলোচনা করেছেন। বিবৃতিতে অন্যান্য বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বার্তাসংস্থা রয়টার্স মার্কিন সূত্রের বরাত দিয়ে বলেছে, লয়েড-শুইগু এক ঘণ্টা আলোচনা করলেও কোনো বিষয়েই তারা সমাধান পৌঁছাতে পারেননি।
রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফোনালাপের জন্য উদ্যোগটি এসেছে ওয়াশিংটনের তরফ থেকে।
উল্লেখ্য, লয়েড-শুইগু সর্বশেষ সরাসরি আলোচনা করেছিলেন গত বছরের মে মাসে। অর্থাৎ, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর দুই প্রতিরক্ষামন্ত্রী এই প্রথম সরাসরি আলোচনা করলেন।
সারাবাংলা/আইই