আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ভারতকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুরোধ করেছেন মুহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর প্রেসিডেন্ট মইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেনা সরানোর অনুরোধ করেন। বৈঠকে মালদ্বীপের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।
ভারতীয় পক্ষ বলেছে, উভয় দেশ একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করবে।
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে ভারতের প্রায় ৭০ জন সৈন্য রয়েছে। এছাড়া কিছু রাডার এবং নজরদারি বিমানও রয়েছে মালদ্বীপে। মালদ্বীপের জল সীমানায় ভারতীয় টহল জাহাজও টহল দিয়ে থাকে।
ভারতীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে মুইজ্জু মালদ্বীপে মাদক পাচার প্রতিরোধ এবং চিকিৎসা সহায়তা কাজে ভারতীয় হেলিকপ্টারের অবদান স্বীকার করেছেন।
মালদ্বীপের রাজনীতিতে মোহামেদ মুইজ্জু চীনপন্থি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনি প্রচার অভিযানে কট্টর ভারতবিরোধী বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনের আগে তার প্রতিশ্রুতি ছিল, মালদ্বীপে ভারতের প্রভাব খর্ব করার। মালের সাবেক মেয়র মুইজ্জুর স্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’।
ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটিতে চীন ও ভারত বরাবরই প্রভাব বিস্তারের চেষ্টা করে। এবারের নির্বাচনে ভারতপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ সোলিহকে পরাজিত করে চীনপন্থি নেতা মইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। এতে পাঁচ বছর পর ফের একবার মালেতে বেইজিং ঘেঁষা নেতৃত্ব আসে। প্রেসিডেন্টের শপথ নিয়েই ভারতকে সেনা সরানোর অনুরোধ জানালেন।
সারাবাংলা/আইই