বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৪৩ সময় দেখুন
নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : নড়াইলে ছোট বোন ফাতেমা বেগমকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে বাড়ির পাশের নলীয়া নদীর পাড়ে কাপড় পরিষ্কার করছিলেন ফাতেমা। এ সময় তাঁর বড় ভাই রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা দিয়ে নদীর পানিতে চুবিয়ে এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় ও শরীরে কয়েকটি আঘাত করে ফাতেমাকে হত্যা করেন। পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। ওই সময় রিপন মোল্যার ছেলে ঘটনাটি দেখে ফেলে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরে আসামির ছেলের দেওয়া তথ্য অনুযায়ী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় এবং আটক করা হয় রিপন মোল্যাকে।

প্রায় তিন বছর পর আজ সোমবার রিপন মোল্যাকে ফাঁসি এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এ ছাড়া জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর