আন্তর্জাতিক ডেস্ক
ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার রুশ ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান প্রিগোজিন। রোববার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে মস্কো।
পুতিন প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন কিনা জানতে চাইলে অন্ত্যেষ্টিক্রিয়ায় মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি।
পেসকভ বলেন, ক্রেমলিনের অন্ত্যেষ্টিক্রিয়া পরিকল্পনা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়টি দেখভাল করছেন তার আত্মীয়রা।
দুর্ঘটনার পরের দিন বৃহস্পতিবার পুতিন নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, ১৯৯০ এর দশকের শুরুর বিশৃঙ্খল বছরগুলো থেকেই প্রিগোজিনের সঙ্গে তার পরিচয়। প্রিগোজিন রাশিয়ার জন্য অনেক বড় কাজ করেছেন। তবে প্রিগোজিনকে একজন মেধাবী উল্লেখ করে পুতিন বলেন, তিনি কিছু বড় ভুল করেছিলেন।
সারাবাংলা/আইই