রবিবার , ১৪ আগস্ট ২০২২ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ১৪, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ভারতের স্টক মার্কেটের বিশিষ্ট বিনিয়োগকারী ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। রোববার মুম্বাইয়ের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রাকেশকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। এর আগে গত মাসে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

রাকেশ ঝুনঝুনওয়ালা ৫ হাজার টাকা নিয়ে ১৯৮৫ সালে শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করেন। এর পর তিনি বিনিয়োগের মাধ্যমে একের পর এক ইতিহাস গড়েন। তিনি ভারতের স্টক মার্কেটের অঘোষিত রাজা হিসেবে পরিচিত। একাধিক শিল্প ও বাণিজ্যে তার বিনিয়োগ ছিল।

বিশিষ্ট এ বিনিয়োগকারী দালাল স্ট্রিটের বিগ বুল নামেও পরিচিত। ফোর্বসের মতে তার সম্পদের পরিমাণ প্রায় ৫.৫ বিলিয়ন ডলার।

সারাবাংলা/আইই





Source link

সর্বশেষ - বিনোদন