আন্তর্জাতিক ডেস্ক
ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।
পশ্চিমবঙ্গের হাওড়া থেকে চেন্নাইগামী একটি যাত্রীবাহী ট্রেন অন্ধ্রপ্রদেশে সিগনাল অমান্য করে আরেকটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিশাখাপত্তনম থেকে পালাসাগামী একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন কোথসাবতসালার কাছে আলামান্ডা এবং কান্তকাপল্লে এর মধ্যে ট্র্যাকের উপর কোনো সিগনাল না পাওয়া দাঁড়িয়ে থাকে। এ সময় ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।
এনডিটিভির খবরে বলা হয়, রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাটি মানব ত্রুটির কারণে হয়েছে। সংকেত দেওয়া হলেও লোকোমাস্টার তা লক্ষ্য করেননি।
সারাবাংলা/আইই