আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনের গাজায় বেসামরিকদের ওপর বোমা হামলা হচ্ছে এবং এটি বন্ধ করা দরকার। শুক্রবার (১১ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট এ কথা বলেন।
ম্যাক্রো বলেছেন, ফ্রান্স ৭ অক্টোবরের হামাসের হামলার স্পষ্টভাবে নিন্দা করে। আমরা ইসরাইলের দুঃখ ভাগাভাগি করি। গাজায় বেসামরিক নাগরিকদের উপর চলমান বোমা হামলার কোনো যুক্তি নেই। যুদ্ধবিরতি হলে ইসরায়েলের উপকার হবে।
ইমানুয়েল ম্যাক্রো বিবিসিকে বলেন, ইসরায়েলকে গাজায় শিশু ও নারী হত্যা বন্ধ করতে হবে।
ইমানুয়েল ম্যাক্রোকে প্রশ্ন করা হয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোকে যুদ্ধবিরতির আহ্বানে যোগ দেওয়ার জন্য বলবেন কি না। জবাবে তিনি বলেন, আমি আশা করি তারা যুদ্ধবিরতির আহ্বান জানাবে।
সারাবাংলা/আইই