বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

সিংহাসনে আহরণের ৭০ বছর, উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৬৬ সময় দেখুন
সিংহাসনে আহরণের ৭০ বছর, উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রানি


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর উদযাপন করছে দেশটি। এজন্য কুজকাওয়াজসহ নানা অনুষ্ঠান চলবে চারদিন ধরে। তবে শুক্রবার (৩ জুন) সেন্ট পলস ক্যাথেড্রালে আয়োজিত জয়ন্তীকালীন অনুষ্ঠানে যোগ দেবেন না রানি। খবর বিবিসি।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) বাকিংহাম প্যালেসে কুচকাওয়াজ দেখার সময় অস্বস্তি বোধ করার পরে রানির এই সিদ্ধান্তের কথা রাজ প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়।

রাজ প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, ‘ভ্রমণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার’ কথা বিবেচনা করে ‘অনিচ্ছা সত্ত্বেও’এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই অনুষ্ঠানের কয়েকঘন্টা পরে প্রাসাদ নিশ্চিত করে, শুক্রবারের ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানে যোগ দেবেন না রানি। একইসঙ্গে গতকাল বৃহস্পতিবারের স্মরণীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় একটি আলোকসজ্জা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার ৭০ বছরের শাসনকালকে উদযাপন করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার কুজকাওয়াজের সময় কিংহাম প্যালেসের বারান্দায় দু’বার উপস্থিত হয়েছিলেন ৯৬ বছর বয়সী এই রানি। আর মাঠে জড়ো হওয়া জনতাদের উদ্দেশ্যে হাত নেড়েছিলেন তিনি। এ সময় রাজপরিবারের অন্যান্য সিনিয়র সদস্যরা তার পাশে ছিলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর